কালের স্বাক্ষী বহনকারী রেলওয়ে ইষ্টেনের পাশে গড়ে উঠা ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো ১নং সাফদারপুর ইউনিয়ন পরিষদ। কাল পরিক্রমায় আজ সাফদারপুর ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
ক) নাম – ১নং সাফদারপুর ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – ২৬:৬৬ (বর্গ কিঃ মিঃ)
গ) লোকসংখ্যা – ২২,৩২২ জন (প্রায়) পুরুষঃ ১১,৩৫৬ জন, মহিলাঃ
ঘ) গ্রামের সংখ্যা – ১৬টি।
ঙ) মৌজার সংখ্যা – ১৩টি।
চ) হাট/বাজার সংখ্যা -১টি।
ছ) উপজেলা থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা,মোটরসাইকেল।
জ) শিক্ষার হার – ৬০%
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১১টি,
বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০২টি,
নিন্ম মাধ্যমিক ১টি
উচ্চ বিদ্যালয়ঃ ২টি,
মাদ্রাসা- ১টি।
কলেজ - ১টি
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –মো: আব্দুল মান্নান
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- নেই
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – ১টি বলরামনগর মুকুট রাজার বাড়ী তমাল গাছ।
ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ২২/১০/২০০৫ইং।
ড) নব গঠিত পরিষদের বিবরণ –
১) শপথ গ্রহণের তারিখ –০৩/০১/২০২২ইং
২) প্রথম সভার তারিখ – ০৪/০১/২০২২ ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ০৩/০১/২০২৬ইং
ঢ) গ্রাম সমূহের নাম –
১। সাফদারপুর, ২। কন্যানগর, ৩। বহিরগাছী, ৪। মান্দারবাড়ীয়া, ৫। মানিকদিহি, ৬। দতিয়ারকুঠি, ৭। রাজাপুর, ৮। শালকোপা, ৯। লক্ষীকুন্ডু, ১০। বালিয়াডাঙ্গা, ১১। জয়দিয়া, ১২। নারায়নপুর, ১৩। বলরামনগর, ১৪। দূর্বাকুন্ডু, ১৫। গোবিন্দপুর, ১৬। চতুরপুর।
ণ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১২জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) ইউনিয়ন হিসাব-সহকারী-১ জন।
৪। ইউডিসি উদ্যোক্তা - ২ জন।
৫) ইউনিয়ন গ্রাম পুলিশ – ১০ জন
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস